৪৭৩ মিনিট আগের আপডেট; দিন ৭:১১; শুক্রবার ; ১৮ এপ্রিল ২০২৪

৬ষ্ঠ দফায় ওয়াসার এমডি পদে বসলেন তাকসিম এ খান

অনলাইন ডেস্ক: ০১ অক্টোবর ২০২০, ২৩:২২

অবশেষে আরও তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেলেন প্রকৌশলী তাকসিম এ খান। এ নিয়ে ষষ্ঠ দফায় তার মেয়াদ বাড়ানো হল।

ওয়াসা বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে তাকসিম এ খানের নিয়োগ সংক্রান্ত ফাইল অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পানি সরবরাহ অনুবিভাগ) মোহাম্মদ ইবরাহিম।

গত ১৯ সেপ্টেম্বর অনলাইনে ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৯ জন সদস্যের মধ্যে ৬ জন চুক্তির মেয়াদ বাড়ানোর পক্ষে মত দেয়। এ কারণে বোর্ড প্রকৌশলী তাকসিমের মেয়াদ বাড়ানোর পক্ষে স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রকৌশলী তাকসিম এ খান ২০০৯ সালে প্রথম ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান। এরপর চারবার তার চুক্তির মেয়াদ বাড়ায় ওয়াসা বোর্ড। পঞ্চমদফা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে আগামী ১৪ অক্টোবর। নতুন করে চুক্তির মেয়াদ বাড়াতে গত ২৬ আগস্ট অনুষ্ঠিত বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হয়। পরে স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়।

আরও ৩ বছরের জন্য তাকসিম এ খান ওয়াসার এমডি হচ্ছেন এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র ব্যাপক সমালোচনা হয়। ঢাকা ওয়াসা বোর্ড চেয়ারম্যান ড. এম এ রশিদ সরকার গত ১০ সেপ্টেম্বর মারা যাওয়ার পর নতুন চেয়ারম্যান নিয়োগের আগেই তড়িঘড়ি করে এমডি নিয়োগ দিল ঢাকা ওয়াসা বোর্ড।