৯৫৮ মিনিট আগের আপডেট; দিন ১০:৪২; শুক্রবার ; ২৮ মার্চ ২০২৪

টেকনাফ আইসোলেশন ও ট্রিটমেন্ট সেন্টার নিয়ে একলাবের ক্যাম্পেইন

সোয়েব সাঈদ ২৮ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৭

টেকনাফে সেভিয়ার একিউট রেস্পিরেটরি ইনফেকশ- আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টার (এসএআরআই-আইটিসি) নিয়ে মাসব্যাপী সচেতনতামুলক ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা একলাব এর উদ্যোগে, ইউনিসেফ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।

মাসব্যাপী ক্যাম্পেইনে মাইকিং পরিচালনা, ভলান্টিয়ারদের মাধ্যমে লিফলেট, পোস্টার এবং ফেস্টুন বিতরণ করা হচ্ছে। এছাড়াও ইমাম এবং ব্যাবসায়ীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ওরিয়েন্টেশন ও এডভোকেসী সভার আয়োজন করে একলাব।

এ বিষয়ে জানতে চাইলে একলাব কক্সবাজার এর হেড অব অপারেশন রাশিদুল হাসান বলেন, "ইউনিসেফ ও উপজেলা প্রশাসন, টেকনাফ এর সহায়তায় একলাব মাসব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করছে। এর উদ্দেশ্য করোনা চিকিৎসার জন্য টেকনাফে আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে রোগীরা কোন ধরনের চিকিৎসাসেবা পাবে, কি কি সুযোগ সুবিধা পাবে সে বিষয়টি প্রচার করা। মূলত এই ক্যাম্পেইনে,  আমরা  মাইকিং, ব্যানার, ফেস্টুন, লিফলেটের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করছি।

এ ছাড়াও আমরা ইমাম এবং ব্যাবসায়ীদেরকে এখানে সম্পৃক্ত করেছি। ইমামরা যাতে প্রতি ওযাক্ত নামাজের শেষে এবিষয়ে মুসল্লিদের সচেতন করেন, সে কারণে আমরা ইমামদের এখানে সম্পৃক্ত করেছি। তিনি আরো বলেন, মাইকিং এবং ভলান্টিয়ারদের এর মাধ্যমে প্রত্যন্ত গ্রামে  সচেতনতামুলক বার্তা পৌছে দিতে কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইউনিসেফ এর সহায়তায় আইসিডিডিআর’বির  টেকনাফ ক্যাম্পাসে ৩১ আগস্ট থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য একটি আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টার চালু করে আইসিডিডিআরবি।

এ বিষয়ে জানতে চাইলে (এসএআরআই-আইটিসি) আইসিডিডিআর'বির কমিউনিকেশন স্পেশালিষ্ট অমিত মল্লিক বলেন “এখানে আমরা করোনা রোগী সনাক্তকরণ এবং চিকিৎসা সেবা দিচ্ছি, অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে ওষুধপত্র ও খাবার দাবারসহ সবকিছু সম্পূর্ণ বিনামূল্যে রোগীরা এখানে পাবে, ডাক্তার নার্সসহ আমরা প্রায় ৩০০ জন কর্মী নিরলসভাবে ২৪ ঘন্টা সেবা দিয়ে যাচ্ছি এই আইসোলেশন সেন্টারে”।

স্থানীয় জনগোষ্ঠী এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী উভয়ই এই ট্রিটমেন্ট সেন্টার থেকে চিকিৎসা সেবা পাচ্ছে বলেও জানান তিনি।