নিজস্ব ফটোগ্রাফার ২৪ জুন ২০২০, ০০:০১
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের রেডজোনে লকডাউনে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠনের বেশ কিছু যুবক-তরুণ। তারা মহাসড়কে চলাচলরত যাত্রীবাহি গাড়িকে সঠিক পথে, মাক্স পরতে ও করোনা বিষয়ক সচেতনমুলক নানা কথা শোনাতে প্রচণ্ড ব্যস্ত।
তারা প্রতি গাড়িতে যাতাযাতরত যাত্রীদের করোনার ভয়ানক পরিস্থিতির কথা বলছেন। সচেতন করছেন। খোঁজ নিয়ে জানা গেল, স্বেচ্ছাসেবক যুবক-তরুণগুলো চকরিয়া উপজেলা প্রশাসনকে বিনাপারিশ্রমিকে স্বেচ্ছায় দেশের মানুষকে সচেতন করতে কাজ করছে।
করোনা আক্রান্তের নিরিখে চকরিয়া পৌরশহর ‘রেড জোন’। তার মধ্যে চকরিয়া পৌরসভা ও ডুলাহাজারা ইউনিয়নের দুইটি ওয়ার্ড এলাকাকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে লকডাউন কড়া হাতে মোকাবিলায় নেমেছে উপজেলা প্রশাসন। ছবিটি মঙ্গলবার (২৩জুন) দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার থানা রাস্তার মাথা থেকে ধারণ করেছে আমাদের নিজস্ব ফটোগ্রাফার।