২২৮ মিনিট আগের আপডেট; দিন ১২:৩৮; শনিবার ; ১৯ এপ্রিল ২০২৪

কুতুবদিয়ায় কেউ করোনায় সংক্রমিত হয়নি

আমার কক্সবাজার রিপোর্ট ০৭ মে ২০২০, ২০:৩৯

কুতুবদিয়ায় কেউ করোনায় সংক্রমিত হয়নি। এখনও করোনামুক্ত সাগরবেষ্টিত কুতুবদিয়া উপজেলাটি। এদিকে করোনাকে দূরে রাখতে অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। করোনা দমনে কার্যকর ভূমিকা রাখায় ইতিমধ্যে ওসি দিদারুল ফেরদৌসসহ কুতুবদিয়ার পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই প্রশংসিত হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) সাতকানিয়া থেকে আসা লোকজনসহ দুই দফায় মোট ৬৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে কুতুবদিয়া থানা পুলিশ। এদের মধ্যে প্রথম দফায় প্রবেশকৃত ৩২ জনকে সকাল ৮টায় সময় বড়ঘোপ ঘাট থেকে পুলিশ হেফাজতে নিয়ে কৈয়ারবিলের ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়।

পরবর্তীতে দুপুর ১১ টায় দ্বিতীয় দফায় আরও ৩৭ জনকে হেফাজতে নিয়ে ২ জনকে কৈয়ারবিলের ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৪ জনকে আইডিয়াল হাই স্কুলে, ২৮ জনকে ইমাম আবু হানিফা একাডেমিতে এবং ৩ জনকে আলী আকবর ডেইলের কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়।

কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস কক্সবাজার বলেন, ‘কোয়ারেন্টাইনে প্রেরণের পুরো প্রক্রিয়ায় স্থানীয় ইউপি সদস্যরা সক্রিয় সহযোগিতা করেছেন। স্বাস্থ্য নির্দেশনা অনুসরণ করে কুতুবদিয়ার মানুষকে করোনার প্রকোপ থেকে রক্ষায় এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রেরণকৃত ৬৯ জনের মধ্যে ৬৬ জনই কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা এবং ৩ জন আলী আকবর ডেইল ইউনিয়নের।

সূত্র: চট্টগ্রাম প্রতিদিন