২২০ মিনিট আগের আপডেট; রাত ১১:৫৭; মঙ্গলবার ; ১৬ এপ্রিল ২০২৪

ঈদগাঁহতে আগুনে পুড়েছে ১০ হেক্টর সামাজিক বনায়নের চারা!

সেলিম উদ্দীন,ঈদগাঁহ ৩০ মার্চ ২০২০, ১৯:৫১

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁহ ভোমরিয়া ঘোনা রেঞ্জের পূর্ণগ্রাম বিটের অধীন খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম এলাকায় দূর্বৃত্তদের আগুনে পুড়েছে ১০ হেক্টর জমির সামাজিক বনায়নের উঠতি বয়সী বিভিন্ন প্রজাতির গাছ। এ ঘটনায় উপকার ভোগীদের মাঝে হতাশা বিরাজ করছে। অজ্ঞাতনামা দূর্বৃত্তদের বিরুদ্ধে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিট কর্মকর্তা। 

ঘটনার প্রাপ্ত বিলম্বে জানা যায়, গত ১৮ মার্চ দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে পূর্ণগ্রাম এলাকায় ১৭/১৮ সালের সামাজিক বনায়নে।  উপকারভোগীদের সাথে কথা বলে জানা গেছে, ৩ বছর পূর্বে পূর্ণগ্রাম বিট কার্যালয়ের অধিনে ৫০জন উপকারভোগীকে ৭০ হেক্টর সামাজিক বনায়ন দেওয়া হয়। যথারীতি উপকারভোগীরা সেখানে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন৷  দেখভাল করার জন্য কয়েকজন শ্রমিকও নিয়োগ করা হয়। 

ঘটনার দিন বাগানের পাহারাদারেরা দুপুরের খাবার খেতে গেলে আগে থেকে উৎপেতে থাকা দূর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে স্থানীয় ভিলেজার হেডম্যানরা পূর্ণগ্রাম বিট কর্মকর্তাকে অবগত করেন। তিনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্টাফ এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

এ ঘটনায় বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ হাজার গাছ পুঁড়ে যায় এবং এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান উপকারভোগী আবদু রহমান, শোনা মিয়াসহ অন্যান্যরা। 
পূর্ণগ্রাম বিট কর্মকর্তা রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, ৬ হেক্টর মত সামাজিক বনায়নের গাছ পুড়ছে, আমরা খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। অজ্ঞাতনামা দূর্বৃত্তদের বিরুদ্ধে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। জড়িতদের খুঁজে বের করতে বন বিভাগের লোকজন কাজ চালিয়ে যাচ্ছে।