৬৫১ মিনিট আগের আপডেট; দিন ১০:০৯; শুক্রবার ; ১৮ এপ্রিল ২০২৪

ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান

পেকুয়া প্রতিনিধি ২৯ মার্চ ২০২০, ২১:০০

হতদরিদ্র পরিবারকে নিজেই খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। ব্যক্তিগত তহবিল থেকে করোনা ভাইরাসের ফলে সৃষ্ট বিপর্যয়ে সমাজের দরিদ্র শ্রেণীর খেটে খাওয়া মানুষদের তিনি এ সহায়তা দিচ্ছেন। 

শনিবার (২৮মার্চ) রাতে মগনামা ইউনিয়নের সোনালী বাজার আশ্রয়ণ প্রকল্প, মটকাভাঙ্গা আশ্রয়ণ প্রকল্প, কাটাফাঁড়ি ব্রীজ সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প, বাইন্যাঘোনা আশ্রয়ণ প্রকল্প ও ধারিয়াখালীর সরকারী খাস জমিতে বসবাসকারী হতদরিদ্র এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট দেন। এসব প্যাকেটে দশ কেজি চাল, দুই কেজি আলু, একটি সাবান, এক কেজি পেয়াজ, এক কেজি ডাল ও এক লিটার সয়াবিন তেল দেয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে পুরো পেকুয়া উপজেলায় অঘোষিত লকডাউন চলছে। খেটে খাওয়া মানুষের কাজকর্ম বন্ধ রয়েছে। সরকারের আদেশ মেনে ঘরে বসে সময় কাটাচ্ছেন তারা। দোকানপাট বন্ধের পাশাপাশি বন্ধ রয়েছে সড়ক যোগাযোগও। যার কারণে অসহায় মানুষগুলো পড়েছে চরম আর্থিক সংকটে। এ দুর্যোগে মানবিক সহায়তা হিসেবে ইউপি চেয়ারম্যান ওয়াসিম এগিয়ে এসেছেন তাদের পাশে। বরাবরের মতো অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। শনিবার রাতে তিনি দুইটি ট্রাকবোঝাই করে নিত্যপণ্য নিয়ে ছুটে গেছেন অসহায় মানুষের দরজায়।। আগাম ঘোষণা ছাড়া তিনি এসব খাদ্য সামগ্রী অসহায় পরিবার গুলোকে দিয়ে আসেন। অনেকেই তাতে হতবাক হলেও দুঃসময়ে সময়ে খাদ্য সামগ্রী পেয়ে খুশিও হয়েছেন।

বাইন্যাঘোনা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রহিমা খাতুন বলেন, আমরা দিনে এনে দিনে খাই। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা এখন কাজে যেতে পারছে না। তারা এক সপ্তাহ ধরে ঘরে বসে সময় কাটাচ্ছে। এমন দুঃসময়ে ইউপি চেয়ারম্যান ওয়াসিম আমাদের পাশে দাঁড়িয়েছেন। অতি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে নিজেই আমাদের বাড়িতে চলে এসেছেন। মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করছি।

এদিকে চেয়ারম্যান ওয়াসিমের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। দেশের এই কঠিন সময়ে চেয়ারম্যান ওয়াসিমের মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।

এবিষয়ে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, করোনা ভাইরাস সারাবিশ্বে মারাত্মক আকার ধারণ করেছে। থেমে গেছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। এতে চরমভাবে বিঘ্নিত হচ্ছে সমাজের দরিদ্র শ্রেণীর লোকজনের জীবন যাপন। তাই তাদের কথা ভেবে নিজের সামর্থ্য অনুযায়ী সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। সামাজিক দায়বদ্ধতা থেকে সবারই নিজের আশেপাশের গরীব অসহায়দের খোঁজ নেয়া উচিৎ।

তিনি আরো বলেন, মানুষ জড়ো হতে না পারে মতো বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এ অসহায় মানুষগুলো আমাকে ভালবেসে চেয়ারম্যান বানিয়েছে। অসময়ে তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব ও কর্তব্য। মগনামাবাসীকে আমি কথা দিচ্ছি, এ ইউনিয়নের কোন মানুষ খাবারের জন্য কষ্ট পাবেনা। প্রতিটি পরিবারের খরব আমি নিয়মিত নিচ্ছি। ইতিমধ্যে এক হাজার পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। আরও চার হাজার পরিবারকে এ সহায়তা দেয়া হবে।