৫১৪ মিনিট আগের আপডেট; দিন ৭:৫৮; বৃহস্পতিবার ; ১৭ এপ্রিল ২০২৪

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ!

আমার কক্সবাজার ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০৬

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম রেজু আমতলী সংলগ্ন ওপারে মিয়ানামারের ভূখণ্ডে তুইঙ্গাঝিরি নামক স্থানে প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত এই গোলাগুলির শব্দ শোনা যায় বলে সীমান্তে বসবাসকারীরা জানিয়েছেন। এ সময় সীমান্তের এপারে বসবাসকারী স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়।

সীমান্তের রেজু আমতলী এলাকার স্থানীয় বাসিন্দা আহামদ আলী বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মিয়ানমারে অভ্যন্তরে তুইঙ্গাঝিরি নামক স্থানে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। তার ধারণা মিয়ানমার বিদ্রোহী আরকান আর্মির সঙ্গে সে দেশে নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়ে থাকতে পারে।

সীমান্তের ডেইলপাড়া এলাকার বাসিন্দা আবদুল আলম এ প্রতিবেদককে বলেন, যেখানে গোলাগুলি শব্দ শোনা গেছে, সেখানে মিয়ানমারের বিদ্রোহী আরকান আর্মির কয়েকটি চৌকি রয়েছে। তাদের চৌকিতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হামলা চালাতে পারে বলে তার ধারণা।

ঘুমধুম ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম বলেন, বুধবার সকালে মিয়ানামারের ওপারে গুলির শব্দে আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয়দের মাঝে। দীর্ঘ দেড় ঘণ্টাব্যাপী এ গোলাগুলি চলতে থাকে। এতে স্থানীয় অনেক লোক তাকে ফোন দিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন বলে সে জানায়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ সীমান্তে গোলাগুলির বলেন, বুধবার সকালে ৪০নং সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ব্যাপারে আমরা অবগত। পাশাপাশি সীমান্তের যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে।