প্রতিনিধি, লামা থেকে ১৫ মার্চ ২০২৩, ২২:০১
পার্বত্য উপজেলা লামার ফাঁসিয়াখালীতে জনতা অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃতরা হলো- কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উলুবনিয়া গ্রামের আবুল কালামের ছেলে মো. আজিজ ও ডুলহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভিলিজারপাড়ার জিয়াবুল হকের ছেলে মো. আবছার। তাদের কাছে দেশীয় তৈরি দুইটি বন্দুক পাওয়া গেছে।
বুধবার (১৫ মার্চ) দুপুরে ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ২ নম্বর ওয়ার্ডের হারগাজা এলাকায় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে তাদের আটক করে।
স্থানীয় লোকজন জানায়, বুধবার দুপুরে দেশীয় অস্ত্রসহ একদল ডাকাত ঘোরাঘুরি করছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তাদের ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়। এসময় স্থানীয় জনতা অস্ত্রসহ দুইজনকে আটক করেছে। সকাল থেকে ওই ডাকাতদের সন্দেহজনক ঘোরাঘুরি লক্ষ্য করে জনতা ধাওয়া দেয়। কারন প্রায় সময় দূর্গম পাহাড়ি এলাকা হওয়ায় ডাকাতির ঘটনা ঘটে থাকে।
৩ নং ফাঁসিয়াখালী ইউপির চেয়ারম্যান নুরুল হোসাইন চৌধুরী বলেন, ইউনিয়নের হারগাজা, সাপেরঘারা, লাইল্যারমার পাড়া, গয়ালমারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনদিন অবনতি হচ্ছে। বহিরাগত সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন জরুরি হয়ে পড়েছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয়রা ধরে দুই ডাকাতকে আমাদের হাতে দিয়েছে।