নিজস্ব প্রতিবেদক ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২০
কক্সবাজার -১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন কাকারা তাজুল উলুম আলিম মাদরাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাফর আলম বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও প্রসারে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করে যাচ্ছেন।
আগামীতেও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যাতে রাষ্ট্রক্ষমতায় আসতে পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।
এমপি জাফর আলম মাদরাসার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা-দীক্ষায় গড়ে তুলতে হবে। এজন্য মাদরাসার শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষককে একযোগে মনোনিবেশ করার আহবান জানান। একইসাথে কলেজের প্রকৃত শিক্ষার পরিবেশ বজায় রেখে পাঠ নেওয়ার জন্য উপস্থিত সকল শিক্ষার্থীর প্রতি দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান ও কাকারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকত ওসমান প্রমূখ।
এতে বিভিন্ন ক্যাটাগরীর সদস্যবৃন্দ এবং মাদরাসার শিক্ষকবৃন্দও বক্তব্য প্রদান করেন। উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ।