৩৫ মিনিট আগের আপডেট; রাত ৭:১৮; শুক্রবার ; ২৪ মার্চ ২০২৩

ঢেমুশিয়ায় রাস্তা কেটে ড্রেন নির্মাণ আতঙ্কে ৩৫ পরিবার

নিজস্ব প্রতিবেদক ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০০

চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নে চলাচলের রাস্তা কেটে পানি সেচের ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। এর ফলে ৩৫টি পরিবারের চলাচলের রাস্তাটি বন্ধের উপক্রম হয়েছে। এর আগেও ড্রেন নির্মাণের একপর্যায়ে এলাকাবাসী বাধা দিলে কাজ বন্ধ থাকে। এখন নতুন করে ড্রেন নির্মাণের চেষ্টা ঠেকাতে ভুক্তভোগী ৩৫টি পরিবারের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ করেছেন মিয়াজিপাড়ার বাসিন্দারা।

লিখিত অভিযোগে ভুক্তভোগী বেলাল উদ্দিন বলেন, ঢেমুশিয়া মৌজার বিএস ১২৩৭ ও ১৫০৯ নম্বর খতিয়ানের বিএস ৪৮০৬ দাগের জমি তাদের কেনা ও দখলীয় জমি রয়েছে। সেই জমির পাশেই রয়েছে খাস জায়গাও। সেই জায়গার ওপর দিয়ে নির্মিত রাস্তা দিয়ে বেশ কয়েক বছর ধরে মিয়াজি পাড়ার পরিবারগুলো চলাচল করছে। কিন্তু স্থানীয়ভাবে প্রভাবশালী কয়েক যুবক চলাচল রাস্তা কেটে সেখানে সেচ ড্রেন নির্মাণের চেষ্টা করছে। রাস্তা কেটে ড্রেন নির্মাণ করলে ৩৫টি পরিবারের লোকজন চলাচল কীভাবে করবে?

পাড়াটির ভুক্তভোগী একাধিক বাসিন্দা জানিয়েছেন, তাদের পাড়ার একেবারে পাশ দিয়ে একটি সেচ ড্রেন বিদ্যমান রয়েছে। সেই ড্রেন ব্যবহার করে পানি নিয়ে গিয়ে চাষাবাদে কোনো সমস্যা হবে না। আবার বর্তমান চলাচল রাস্তার ফসলি জমির অংশেও নতুন করে ড্রেন নির্মাণ করা যায়। কিন্তু বিকল্প এসব চিন্তা না করে এতসংখ্যক পরিবারের চলাচল রাস্তা কেটে ড্রেন নির্মাণের হুমকি দিয়ে যাচ্ছে প্রভাবশালী মহলটি।

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাঈনউদ্দিন চৌধুরী বলেন, ‘সম্প্রতি বিষয়টির সমাধান করতে উভয়পক্ষকে নিয়ে একাধিকবার পরিষদে বৈঠক করা হয়েছে। কিন্তু এক পক্ষ না মানায় বিষয়টি ঝুলে আছে। এর পরেও ৩৫টি পরিবারের চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা না হয় এবং একইসঙ্গে ফসলি জমির সেচ সুবিধাও যাতে নিশ্চিত হয় সেজন্য পদক্ষেপ নেওয়া হবে।’

উভয়পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।