৩ মিনিট আগের আপডেট; রাত ৫:৫৮; শুক্রবার ; ২৪ মার্চ ২০২৩

চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৮

উৎসব-মূখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত মনে অংশ গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হলো কক্সবাজারের চকরিয়ার এডভোকেট এসোসিয়েশন (আইনজীবী সমিতি) ২০২৩ইং এর নতুন কমিটির নির্বাচন। মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচনে ভোটারদের মূল্যবান ভোটে সভাপতি পদে বিজয় হয়েছেন-এডভোকেট এইচএম শহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে বিজয় হয়েছেন-এডভোকেট মোহাম্মদ মঈন উদ্দিন। উল্লেখ্য-এডভোকেট এসোসিয়েশনের মোট সদস্য সংখ্যা-৬৩ জন।তৎমধ্যে ৬২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে নতুন কমিটির সহ-সভাপতি পদে এডভোকেট আবু ছালেহ ও এডভোকেট মোহাম্মদ শফিউল মোস্তফা নুরী,সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো জাহাঙ্গীর আলম,জেলা প্রতিনিধি পদে এডভোকেট আশিকুল বছির (নকিব),আপ্যায়ন সম্পাদক পদে এডভোকেট নজরুল ইসলাম,পাঠাগার সম্পাদক পদে এডভোকেট শিহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন। সদস্য পদে এডভোকেট গোলাম ছরওয়ার ও এডভোকেট শাহরিয়ার ফয়সল সমান ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তারা দুইজন ৬ মাস করে সদস্য পদে দায়িত্ব পালন করবেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জসিম উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মো আমিনুল এহছান, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মো. সুজা উদ্দিন লিখিত ভাবে ফলাফল ঘোষণা করেন।