নিজস্ব প্রতিবেদক ৩০ জানুয়ারী ২০২৩, ১৯:২৭
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ সোমবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত একে একে তিনটি উন্নয়ন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।
এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। তন্মধ্যে রয়েছে ডুলাহাজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ, ৮০০ মিটার দীর্ঘ উলুবুনিয়া সড়ক বিসি দ্বারা উন্নয়নকাজ ও ৮০০ মিটার দীর্ঘ বগাছড়া-স্লুইস গেট পর্যন্ত সড়ক নির্মাণকাজ।
এ সময় এমপি জাফর আলমের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমিল হোসাইন, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, আওয়ামী লীগ নেতা কলিম উল্লাহ কলিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই প্রসঙ্গে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ‘ডুলাহাজারা ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে ইউনিয়নের আপামর মানুষ অনুন্নত যোগাযোগ ব্যবস্থার মধ্যে দুর্বিষহ জীবন-যাপন করেছেন। আমি জনগণের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর গত একবছরে সড়ক যোগাযোগ উন্নয়নে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আমার আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় এমপি জাফর আলম মহোদয় বিশেষ বরাদ্দে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দুটি সড়কের নির্মাণকাজ শুরু করা হয়েছে। এছাড়াও ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে ডুলাহাজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আশা করছি- সড়ক দুটি বিসি দ্বারা পুরোপুরি নির্মিত হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।’