১৬৩৯ মিনিট আগের আপডেট; রাত ১২:১৮; মঙ্গলবার ; ১৫ এপ্রিল ২০২৪

নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৪, তীব্র উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক ০৬ ডিসেম্বর ২০২১, ০০:৩০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য নাগাল্যান্ডে দেশটির আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের নির্বিচার গুলিতে রাজ্যের স্থানীয় জাতিগোষ্ঠীর অন্তত ১৪ জন ও নিরাপত্তা বাহিনীর ১ সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দাবি, ভুলক্রমে তাদের গুলিতে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নাগাল্যান্ডে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে সাড়ে ৩০০ কিলোমিটার উত্তরে অরুণাচল প্রদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী মোন জেলায় শনিবার সকালে এ ঘটনা ঘটে। এই ঘটনার জেরে নিরাপত্তা বাহিনীর অন্তত তিনটি গাড়ি জ্বালিয়ে দিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। সেখানকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, সাধারণ মানুষের প্রাণহানির পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পরপর সেখানে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করেছে প্রশাসন। ঘটনার গুজব ছড়ানো এড়াতে মোন জেলায় মোবাইল ইন্টারনেট ও এসএমএস সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার পর আসাম রাইফেলস এক বিবৃতিতে ঘটনার জন্য বাহিনী ‘গভীর অনুতপ্ত’ বলে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিদ্রোহী–অধ্যুষিত মোন জেলায় অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে এমন ঘটনা খুবই ‘অপ্রত্যাশিত’। নিহতের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। নাগাল্যান্ড পুলিশ কর্মকর্তা সন্দ্বীপ এম জানান, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।