২৬ মিনিট আগের আপডেট; রাত ১২:৩৭; শুক্রবার ; ২৯ মার্চ ২০২৪

শুধু রাজধানীতে হাফ ভাড়া মানলেন মালিকরা

অনলাইন ডেস্ক ৩০ নভেম্বর ২০২১, ১৪:২৪

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাসে হাফ পাস কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকপক্ষ। তবে এ সিদ্ধান্ত শুধু রাজধানী ঢাকাতেই কার্যকর বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

এ সিদ্ধান্ত আগামীকাল (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার বাস মালিকদের সাথে বৈঠক করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের অনুরোধে বেসরকারি বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর হবার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।’

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে রাজধানীর কারওয়ান বাজারে একটি ভবনে সংবাদ সম্মেলনে খন্দকার এনায়েত উল্যাহ সাংবাদিকদের বলেন, শুক্রবার এবং যে কোনো সরকারি ছুটির দিন ছাড়া সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত শুধু রাজধানীতে এই সুবিধা পাবেন শিক্ষার্থীরা। তবে ঢাকার বাইরে হাফ ভাড়া নেওয়া হবে না।

গত ২৭ নভেম্বর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত জানায়। আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।