৭৭৩ মিনিট আগের আপডেট; রাত ১২:১২; শুক্রবার ; ১৮ এপ্রিল ২০২৪

টৈটংয়ের মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী, তারা গুজবে কান দেয়নি:এমপি জাফর

নিজস্ব প্রতিবেদক ২১ অক্টোবর ২০২১, ২২:৩০

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন, পেকুয়ার টৈটং ইউনিয়নের বাসিন্দা এবং আলেম-ওলেমাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।

কারণ এই ইউনিয়নের মানুষ কোন ধরণের গুজবে বিশ্বাস করে না। যার উদাহরণ সাম্প্রতিক সময়ে গুজবের ওপর তাঁরা ভর করেননি। সংখ্যায় কম, এমন সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘরেও আক্রমণ করেনি।

এজন্য আমি টৈটং ইউনিয়নের সাধারণ মানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
একইসাথে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সদ্য সমাপ্ত হওয়া টৈটং ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে নৌকা প্রতীকে বিপুল ভোট দিয়ে জাহেদুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান নির্বাচিত করায়।

এমপি জাফর আলম বৃহস্পতিবার বিকেলে টৈটং ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এ সময় এমপি উদ্বোধন করেন প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আমিন শরীফ মিয়ার স্কুল থেকে হাজিবাজার পর্যন্ত সড়কটি।

এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, বরণ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু মুছা, টৈটংয়ের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ বিএ, মৌলভী মোহাম্মদ হোছন, ডাক্তার নুরুল কবির, হাজি সাহাব উদ্দিন এমইউপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলমসহ দলের সর্বস্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম আরো বলেন, পেকুয়ার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই আন্তরিক। এই উপজেলাকে সারাবিশ্ব চিনবে মগনামায় বাস্তবায়িত হতে যাওয়া বানৌজা শেখ হাসিনা সাবমেরিন নৌ-ঘাঁটি দিয়ে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পেকুয়া উপজেলায় ৩৬০ কোটি টাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে আগামীতে পাল্টে যাবে পুরো উপজেলার চিত্র।

এমপি বলেন, সদ্য সমাপ্ত টৈটং ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতোই আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া পেকুয়া উপজেলার অন্য ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। যাতে প্রতিটি ইউনিয়নের অলি-গলিতে উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের সেবা করা যায়।