নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৯
উখিয়ার উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল এলাকায় পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। টাইপালং মাদ্রাসার পুকুরের বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শিশু শিক্ষার্থীর নাম মোহাম্মদ লোকমান (১২)। সে রাজাপলং ইউনিয়নের দরগাহবিল একালার নুর হোসেনের ছেলে এবং টাইপালং মাদ্রাসার হেফজখানার ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, হেফজখানা বন্ধ থাকায় লোকমান বন্ধুদের নিয়ে টাইপালং মাদ্রাসার পুকুরে গোসল করতে যায়। কয়েকজন বন্ধু এক সাথে গোসল করার সময় পুকুরে নামে। এসময় লোকমান পানিতে ডুবে যেতে দেখে তার বন্ধুরা লোকমানকে উদ্ধার করার চেষ্টা করে। খোঁজাখুঁজির পর তাকে উদ্বার করা হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, শিক্ষার্থী লোকমান পানিতে ডুবে মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।