ইউসুফ আরমান ১৯ জুন ২০২১, ১০:৫৯
একদিন আমি হারিয়ে যাবো
হাজার লোকের ভীড়ে
না ফেরার দেশে চলে যাবো
কেউ বুঝে ওঠার আগে।
এক দু দিন কাঁদবে সবাই জানি
মুচবে চোখের জল
ধীরে ধীরে শক্ত হয়ে ভুলবে স্মৃতি
এটি জীবনের ফল।
খোঁজ নেবে না আর কেউ ডাকবে না
জানবে না আমি কেমন আছি
লাশ হবো যখন কেউ পাশে থাকবে না
অন্ধকার কবর হবে আমার বাড়ি।