ঢাকা পোস্ট ০৭ এপ্রিল ২০২১, ২১:৩৫
টাঙ্গাইল থেকে নগদ ডিলারের ৯৮ লাখ টাকা আত্মসাৎ করে কক্সবাজারে ভ্রমণে আসে তিন যুবক। বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার শহরের কলাতলীর সেন্টমার্টিন রিসোর্ট থেকে তাদেরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
আটকরা হলেন, টাঙ্গাইলের মির্জাবাড়ি এলাকার আনিসুল হকের ছেলে আতিকুর রহমান (২৪), একই এলাকার আব্দুল হামিদের ছেলে নুরুল ইসলাম (২৫) ও মধুপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে শামীম হোসেন (২৪)।
নগদ ডিলারের পরিচালক ও মামলার বাদী মহিউদ্দিন সুমন বলেন, তারা তিনজনই আমার কর্মচারী। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে গ্রাহকের ৯৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এলাকার একজনকে তারা বলেছে কক্সবাজার বেড়াতে যাচ্ছে। সেই সূত্র ধরে পুলিশি সহায়তায় তাদের কক্সবাজারের একটি রিসোর্টে পেয়েছি। এখন টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পর্যটন এলাকা হওয়ার সুবাধে বিভিন্ন অপরাধী চক্র কক্সবাজার এলাকায় আত্মগোপনে থাকার চেষ্টা করে। ওইসব অপরাধীদের ধরতে ডিবি পুলিশ তৎপরতা চালাবে বলে জানিয়েছে ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী।