১৩৫ মিনিট আগের আপডেট; দিন ১:৩৯; রবিবার ; ০২ ডিসেম্বর ২০২৩

চৌফলদন্ডির মোরশেদের রক্তাক্ত লাশ উদ্ধার ঈদগাঁও থেকে

প্রতিনিধি, ঈদগাঁও থেকে ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৬

কক্সবাজারের ঈদগাঁও’র একটি সুপারি বাগানে পড়ে থাকা এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়ার সুপারি বাগানে রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশে খবর পৌঁছায়। 

এর পর ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির- ওই ব্যক্তির শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। ব্যক্তিটির নাম মো. মোরশেদ আলম (২৫)। সে কক্সবাজারের সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের শামসুল আলমের ছেলে এবং পেশায় একজন ইজিবাইক (টমটম) চালক বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় লোকজন বলছেন- সম্প্রতি মিয়ারমার-থাইল্যান্ড থেকে সীমান্ত দিয়ে ঢোকা চোরাচালানীর পশু (গরু) পাচারকে কেন্দ্র করে ঈদগাঁও উপজেলাজুড়ে বহিরাগত অপরাধীদের দৌরাত্ম আশঙ্কাজনক হারে বেড়েছে। হয়তো এসব চোরাকারবারি দলের যোগসাজসে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।